অপরাজিতা ফুলের চা বানানোর নিয়ম
ফুল পছন্দ করে না এমন কাউকে খুজে পাওয়া যাবে না।কিন্তু ফুলের এই সৌন্দর্য পাশাপাশি রয়েছে নানাধরণের গুনাবলি ও উপকারিতা।এমন একটি গুনাবলি সম্পুরন ফুল অপরাজিতা,এই ফুল বাসার সৌন্দর্য বাড়ায় এবং এর চা খেলে নানা উপকার ও পাওয়া যায়।চলুন আজকের এই পোস্ট এ আমরা জেনে নি কিভাবে সহজেই অপরাজিতা ফুলের চা বানাতে পারবেন।
অপরাজিতা ফুলের চা বানানোর নিয়ম
অপরাজিতা ফুলের চা বানানোর জন্য প্রথমেই ৮-১০ টা অপরজিতা ফুল ভালভাবে পানি দিয়ে ধুয়ে নিন,এরপর একটি পাত্র চুলাই বসিয়ে এর মধ্য চার কাপ পানি দিন।যদি আর ও বেশি চা বানাতে চান তাহলে পরিমানমতো পানি পাত্রে দিন।চার কাপ চা বানানোর জন্য এক টুকরো আদা,২ টি এলাচ,এক টুকরা দারুচিনি নিন ।পানি ফুটানোর পর এর মধ্যে আদা,এলাচ এবং দারুচিনি দিয়ে দিন।১০-১৫ মিনিট ফুটাতে থাকুন,এবার এর মধ্যে ধুয়ে রাখা অপরাজিতা ফুল দিয়ে দিন এবার ৫-৬ মিনিট পর চুলা বন্ধ করুন।এর মধ্যে লেবুর রস দিতে পারেন, এতে সুন্দর নীল রঙ আসবে।অতিরিক্ত সাধের জন্য মধু ও দিতে পারেন,তাহলেই প্রস্তুত অপরাজিতা ফুলের উপকারি ও মজাদার চা।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url